মেয়েটার জন্মাতে এক নিমেষে দায়িত্ববান বাবা হয়ে উঠেছিল যুবকটি
সেই পথ চলার এক বাঁকে মেয়েকে সম্প্রদান করে দিতে হলো অন্যের হাতে
মেয়েটা যাওয়ার সময় কনকাঞ্জলি দিয়ে বলে গেল - সব ঋণ শোধ করে গেলাম
আত্মজা পর হয়ে গেল মুহূর্তে...
:
বেকার ছেলেটি অসহায়ভাবে প্রেসক্রিপসেন নিয়ে ঘুরেছিল সাহায্যের জন্য
মা-এর অপারেশনটা করাতেই হবে আগামী কালই
প্রেমিকার বাবা চেকে পেমেন্ট করেছিল টাকাটা কিছু শর্তাবলী প্রযোজ্যে
প্রেম পণ্য হয়ে গেল মুহূর্তে...
:
কেমিস্ট্রি অনার্স, প্রেসিডেন্সি কলেজ - উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি
রাতে টিউটোরিয়াল থেকে ফেরার পথে দেখে ফেলেছিল - যা দেখা উচিত ছিল না
সামান্য সময়ও দেয় নি ওরা - একটা বুলেট বুকের বাঁ-দিকে নির্ভুল নিশানা
জীবন্ত মানুষ লাশ হয়ে গেল মুহূর্তে...
:
জীবনের শুটিং - এ কোনো রিটেক হয় না, হয় না এডিটিং
তবুও জীবনের ক্যামেরা চলছে, চলবে, চলেই যাবে
সুখ দুঃখ বাক্সবন্দী হবে হিমঘরে, হিসাব থাকবে কিংবা থাকবে না
মুখোশের গল্প বদলাবে প্রতি মুহুর্তে...
সেই পথ চলার এক বাঁকে মেয়েকে সম্প্রদান করে দিতে হলো অন্যের হাতে
মেয়েটা যাওয়ার সময় কনকাঞ্জলি দিয়ে বলে গেল - সব ঋণ শোধ করে গেলাম
আত্মজা পর হয়ে গেল মুহূর্তে...
:
বেকার ছেলেটি অসহায়ভাবে প্রেসক্রিপসেন নিয়ে ঘুরেছিল সাহায্যের জন্য
মা-এর অপারেশনটা করাতেই হবে আগামী কালই
প্রেমিকার বাবা চেকে পেমেন্ট করেছিল টাকাটা কিছু শর্তাবলী প্রযোজ্যে
প্রেম পণ্য হয়ে গেল মুহূর্তে...
:
কেমিস্ট্রি অনার্স, প্রেসিডেন্সি কলেজ - উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি
রাতে টিউটোরিয়াল থেকে ফেরার পথে দেখে ফেলেছিল - যা দেখা উচিত ছিল না
সামান্য সময়ও দেয় নি ওরা - একটা বুলেট বুকের বাঁ-দিকে নির্ভুল নিশানা
জীবন্ত মানুষ লাশ হয়ে গেল মুহূর্তে...
:
জীবনের শুটিং - এ কোনো রিটেক হয় না, হয় না এডিটিং
তবুও জীবনের ক্যামেরা চলছে, চলবে, চলেই যাবে
সুখ দুঃখ বাক্সবন্দী হবে হিমঘরে, হিসাব থাকবে কিংবা থাকবে না
মুখোশের গল্প বদলাবে প্রতি মুহুর্তে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন