সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

দ্বিধান্বিত মুহুর্ত --- জাকিয়া জেসমিন যূথী

বড় বেশি দ্বিধান্বিত মুহুর্তে হৃদয় চাপা অতৃপ্ত ফাগুন
ধিকি ধিকি জ্বলছে ছাই ফেলা ধূপের আগুন
নিঃশ্বাসে দম ধরা হাঁসফাঁস বেঁচে থাকা করছে অস্থির 
ঘুমহীন বা ঘুমে বাঁধা চোখে মনে দিচ্ছে না কোন সুস্থির
.
নতুন এক অচেনা আকর্ষণে আমি ভেসে চলেছি 
অতীত বর্তমান ভবিষ্যৎ সব ভাবনা ভুলে 
মুহুর্তের টানে এক পা দু পা করে এগিয়ে এগিয়ে
সফল স্বপ্নের ক্রমশ বাস্তবায়নের বীজ বুনছি
.
মুহুর্তগুলো সব এই রঙ্গিন, মুহুর্তগুলো সব এই ফিকে
ভাবনার আকাশে মেঘের ঘনঘটা, কখনো রংধনুর মিষ্টি আভা
পরশ বুলিয়ে সুগন্ধ ছড়িয়ে যায় বাগানের এ কোণ হতে ও কোণ
চাপা এ থম ধরা মুহুর্তগুলো পেরুবে কি জানি কখন 
.
বড় ভালোবাসি সেই ধুরন্ধর হৃদয় হরণকারীর দুনয়ন ! 

1 টি মন্তব্য:

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...