সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

নবোদয়ের কক্ষপথে ---- ব্রততী সান্যাল

মাপজোকে ভুল হয় কখনো, বা প্রায়শই.. 
আশঙ্কার উপান্তে ধাক্কা খেয়ে 
ডুবোজাহাজের আঙ্গিকে ভেঙে টুকরো হয়, 
স্বাভাবিক ছন্দময় গতিপথ.. 
:
নৈরাশ্যের জঙ্গলে ভুলগুলি ছাপ রেখে যায়.. 
স্তব্ধ আমি উপকূল ছুঁয়ে বসি, 
চূর্ণ বিশ্বাসে বিধ্বসী ঢেউয়ের আনাগোনা দেখি.. 
সশব্দ বিষাদে সমাপ্তির আপেক্ষিকতা গুনি, 
:
ফেনিল ঘূর্ণায়মান স্রোতে দেখি নৌকা ভেসে যায়, 
দোদুল্যমান অথচ অবিচল— অপার্থিব নিপুণতায় লক্ষ্যস্থির.. 
পরিশেষে মনে হয়, যাত্রাপথ এখনো কিছু বাকি, 
বাস্তবের দৃশ্যপট জুড়েও ঈশ্বর হাসেন নিরাকারে, অলক্ষ্যে—
:
ব্যর্থতা ভেঙে তাই আপাত শূন্য ক্যানভাসে
মেলতে চাই তাঁর ভাবনাচিত্র, আবার—
নবার্জিত সাহস ছুঁয়ে, 
গেয়ে উঠতে চাই সযত্ন ভক্তির হিল্লোলে—


"Abide with me, fast falls the eventide
The darkness deepens, Lord with me abide
When other helpers fail and comforts flee
Help of the helpless, o abide with me."

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...