সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

ফুলস্টপ ---- বাসব মণ্ডল

আর সেমিকোলোন নয়
কমা ও নিষ্প্রোয়জন
শব্দের রেলগাড়িতে চেপে
আবেগ এখন সিগন্যাল মুখী
এখন শুধু নিষ্চুপ
গোধূলী
:
দূরত্বে দেখি
বেগুনি বিবস্ত্র খিদে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...