সে তবুও ঘরে ফেরেনি…চলে গেছে
কারনবিহীন মরখারাপ নিয়ে
টিভি চেয়ে কেটে যাবে বাকিটা সময়
রাত হবে…মা খেতে ডাকবে…
পাশবালিশে কথারা ফিরে আসবে
আমি কান পেতে শুনে নেব বাকি
জানলা খুলে হঠাৎ দেখব…
আমিই সত্য…সে আদতে ফাঁকি
কারনবিহীন মরখারাপ নিয়ে
টিভি চেয়ে কেটে যাবে বাকিটা সময়
রাত হবে…মা খেতে ডাকবে…
পাশবালিশে কথারা ফিরে আসবে
আমি কান পেতে শুনে নেব বাকি
জানলা খুলে হঠাৎ দেখব…
আমিই সত্য…সে আদতে ফাঁকি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন