ব্যস্ত শহরে এক আনমনা বিকেল
রোদটা তখন ছাদের কার্ণিশে
হেলান দিয়ে যাই যাই বলছে
রোদটা তখন ছাদের কার্ণিশে
হেলান দিয়ে যাই যাই বলছে
আমার স্মৃতির কাঁটায় তখন ঠাস বুনটে
রঙিন অতীত
রঙিন অতীত
এমনই এক মাঘের গোধূলী তে
স্বপ্নের পালকি বেয়ে সে
এসেছিল -- সদ্য ফোটা
স্থলপদ্মের মতো
স্বপ্নের পালকি বেয়ে সে
এসেছিল -- সদ্য ফোটা
স্থলপদ্মের মতো
সেদিনও বোধহয় এই যাই যাই রোদটা
বরণ করে নিয়েছিল
তাকে
বরণ করে নিয়েছিল
তাকে
রক্তিম সিঁথি , চোখের কাজল
রুমঝুম নূপুরে সেদিন
স্বপ্নিল জগত ----
রুমঝুম নূপুরে সেদিন
স্বপ্নিল জগত ----
প্রথম পরশের রোমাঞ্চ মেখে
অপেক্ষার সে
গোধূলী বেলা
অপেক্ষার সে
গোধূলী বেলা
জীবনের প্রতি ভাঁজে তখন
কিছু ভালবাসার
টাটকা ঢেউ
কিছু ভালবাসার
টাটকা ঢেউ
কিন্তু -----
সুখী ক্যালেন্ডারের পাতা বুঝি
দ্রুত উল্টায়
সুখী ক্যালেন্ডারের পাতা বুঝি
দ্রুত উল্টায়
নূপুরের রুমঝুম থমকে দাঁড়ায়
ব্যস্ততার পদক্ষেপে
ব্যস্ততার পদক্ষেপে
চোখের কাজল মুছে দিয়ে
চোখের তলায় পাকাপাকিভাবে
জায়গা করে নেয় ----
ডার্ক -সার্কেল
চোখের তলায় পাকাপাকিভাবে
জায়গা করে নেয় ----
ডার্ক -সার্কেল
অনুরাগের রঙে রাঙা সিঁথি
উজ্জ্বলতা হারিয়ে প্রতিদিন
আরও প্রশস্ত হয় -----
উজ্জ্বলতা হারিয়ে প্রতিদিন
আরও প্রশস্ত হয় -----
কার্ণিশে বাসা বাঁধা স্লেট -রঙা পায়রাটার
' ভালবাসার -সংসার 'রোজ
মনে করিয়ে দেয় বিগতবেলা
' ভালবাসার -সংসার 'রোজ
মনে করিয়ে দেয় বিগতবেলা
শিরশিরে শীতের সান্ধ্য -কফিতে
তখন ঝড় তোলে ----
রূপঙ্করের --- ' ভোকাট্টা তোমার ভালবাসা
তখন ঝড় তোলে ----
রূপঙ্করের --- ' ভোকাট্টা তোমার ভালবাসা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন