বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭

এক কাপ ----- পলাশকান্তি বিশ্বাস

সকালে এক কাপ অনিচ্ছার চা
এক কাপ স্নান
এক কাপ অনিচ্ছার অন্নপিণ্ড
চলো হে শরীর
তোমাকে ঠেলে ঠেলে দিয়ে আসি
এক কাপ উত্তপ্ত চেয়ারে
তারপর?
তারপর আমি কী করব?
এক কাপ সবুজ ---- কোথাও নেই
এক কাপ গান ------ কোথাও নেই
এক কাপ গাছতলা খুঁজতে খুঁজতে
আবার এলার্ম যাবে বেজে
ওঠো হে শরীর
তপ্ত চেয়ার ছেড়ে
ফিরতে হবে চার কাপ উনুনের ধারে
অগ্নি ছাড়া কে আর তোমার প্রতীক্ষায়...... 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...