বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭

মেঘবালিকা ------ বিলকিস বি পলি

স্বপ্নীল স্বপ্নগুলো আজ মেঘবালিকা
শরতের শুভ্র আকাশে উড়বো 
হয়ে শ্বেত বলাকা,
সফেদ মেঘের পশমিনা বসনে
জড়িয়ে রাখবো নীলাদ্রিকে যতনে,
কাশফুলের সাথে সখ্যতা গড়ে
এলোমেলো হাওয়া হয়ে 
পরশ বুলাবো তার গায়ে


তোমার করতলে তর্জনী রেখে
সাথী করে তোমার অলীক ছায়াকে,
মেঘের আলিঙ্গনে হাটবো দুজনে
শিশিরসিক্ত পথ মাড়িয়ে


আষাঢ়ের ভরা যৌবনা টইটুম্বুর নদীতে
ভাসাবো ভেলা, আছো কি তুমি সাথে?
পথ চলতে গিয়ে পরিশ্রান্ত আমি
তোমার স্কন্ধে মাথা রেখে ঘুমাবো একটুখানি


এসো হই মেঘের আভরণে 
প্রেমাসক্ত যুগলবন্দী,
শরতের শুভ্র মেঘবালিকা আমি 
বরষার সাথে করি সন্ধি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...