ডিসেম্বর ।
বছরের শেষ মাস । আরও একবার সময় কে সাক্ষী রেখে সূর্য প্রদক্ষিণের জন্য তৈরি আমরা ।
সুখ-দুঃখ , আনন্দ-বেদনা'র এস্রাজে জীবন কে বাজিয়ে নেওয়া আরও একবার ।
২০১৬ আমাদের দিয়েছে অনেককিছুই , তেমনই কেড়েও নিয়েছে অনেক নক্ষত্র'কে । বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজতান্ত্রিক বহু কর্মসূচি বাস্তবায়ন করে, যুক্তরাষ্ট্রসহ সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনের বিরুদ্ধে সরব থেকে বিশ্বের মুক্তিকামী মানুষের লড়াইয়ে সহায়তার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করে ৯০ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন মৃত্যুঞ্জয়ী নেতা ফিদেল কাস্ত্র ।
ডিসেম্বর ।
বিজয়ের মাস । অগণিত সাধারণ মানুষ ও অমর শহিদ সেনাদের আমৃত্যু লড়াইয়ের মধ্যস্থতায় অর্জিত স্বাধীনতার সাক্ষর হিসেবে চিহ্নিত বিজয়ের মাস বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে ।
ডিসেম্বর।
এ মাসের ৭ই পৌষ নিয়ম মেনে শান্তিনিকেতনে শুরু হবে পৌষমেলা। শান্তিনিকেতনের অন্যতম Cult Culture বাউল গানের মধ্যস্থতায় দেবেন্দ্রনাথ ঠাকুর প্রবর্তিত পৌষ উৎসব' কে আরও একবার সরাসরি দেখে নেওয়া যাবে ।
বছরের শেষ মাস । আরও একবার সময় কে সাক্ষী রেখে সূর্য প্রদক্ষিণের জন্য তৈরি আমরা ।
সুখ-দুঃখ , আনন্দ-বেদনা'র এস্রাজে জীবন কে বাজিয়ে নেওয়া আরও একবার ।
২০১৬ আমাদের দিয়েছে অনেককিছুই , তেমনই কেড়েও নিয়েছে অনেক নক্ষত্র'কে । বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজতান্ত্রিক বহু কর্মসূচি বাস্তবায়ন করে, যুক্তরাষ্ট্রসহ সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনের বিরুদ্ধে সরব থেকে বিশ্বের মুক্তিকামী মানুষের লড়াইয়ে সহায়তার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করে ৯০ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন মৃত্যুঞ্জয়ী নেতা ফিদেল কাস্ত্র ।
ডিসেম্বর ।
বিজয়ের মাস । অগণিত সাধারণ মানুষ ও অমর শহিদ সেনাদের আমৃত্যু লড়াইয়ের মধ্যস্থতায় অর্জিত স্বাধীনতার সাক্ষর হিসেবে চিহ্নিত বিজয়ের মাস বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে ।
ডিসেম্বর।
এ মাসের ৭ই পৌষ নিয়ম মেনে শান্তিনিকেতনে শুরু হবে পৌষমেলা। শান্তিনিকেতনের অন্যতম Cult Culture বাউল গানের মধ্যস্থতায় দেবেন্দ্রনাথ ঠাকুর প্রবর্তিত পৌষ উৎসব' কে আরও একবার সরাসরি দেখে নেওয়া যাবে ।
মুঠো ভরা রোদ্দুর 'এর ডিসেম্বর সংখ্যা সেজে উঠেছে ভিন্ন স্বাদের ৩০ টি লেখা নিয়ে । বর্ষশেষের রাঙা আলোয় নতুন বছর কে স্বাগত জানানোর প্রাক্কালে , সময় নিয়ে একবার পড়ে দেখুন অনন্য লেখাগুলি ।
সকলের জন্য রইল নতুন বছরের আগাম শুভেচ্ছা ।
মোহ ফসফরাস মেখে দীপ্ত হয়ে উঠুন আগামী'তে । ভাল থাকুন ।
শুভেচ্ছান্তে ,
পিয়ালী বসু
পিয়ালী বসু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন