মোজাইক করিডোরে পোড়ামাটির টেরাকোটা ছক
মাংসের বুকে বাজে মিথুন রেকর্ডার
তার ছিঁড়ে গেলে পর নাট্যাভিনয়...
মাংসের বুকে বাজে মিথুন রেকর্ডার
তার ছিঁড়ে গেলে পর নাট্যাভিনয়...
অহো,অাসল অার নকলের বাকলে মঞ্চস্থ কুমারী প্রেম
হৃৎপিণ্ডের শাখায়-শাখায় বসেছে নাটমন্দির
অহো,পূজোর ফুল কেন পঁচে প্রতিভার ভাঁগাড়ে?
হৃৎপিণ্ডের শাখায়-শাখায় বসেছে নাটমন্দির
অহো,পূজোর ফুল কেন পঁচে প্রতিভার ভাঁগাড়ে?
মন্দাক্রান্তা,
মানব হৃদয়ে অনাবৃষ্টি।
মানব হৃদয়ে অনাবৃষ্টি।
পলাতক ধুলোয় জাগে কেলাসিত সময়ের ক্যানভাস,
কেবল অলক্ষ্যে নড়েচড়ে
অমানবিক কামোদ ফসিল
ক্লীবের ভাষায়
কেবল অলক্ষ্যে নড়েচড়ে
অমানবিক কামোদ ফসিল
ক্লীবের ভাষায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন