পর্ণমোচী সময়
সাড়ে তিনহাত দূরে অবস্থিত আঁখিপল্লব থেকে
কুড়িয়ে নেওয়া অভিমান ঘিরে ইদানিং সম্পর্কের উপেক্ষিত ধূলোবালি
সূর্যাস্তের বুক ছুঁয়ে সমুদ্র ঘিরে রচিত হয় বিষাদের গোধূলী উপাখ্যান
কুয়াশার স্তর ঘেরা ইতিহাস ছুঁয়ে থাকা কলমে এখন অক্ষরের অনুতাপ
সাড়ে তিনহাত দূরে অবস্থিত আঁখিপল্লব থেকে
কুড়িয়ে নেওয়া অভিমান ঘিরে ইদানিং সম্পর্কের উপেক্ষিত ধূলোবালি
সূর্যাস্তের বুক ছুঁয়ে সমুদ্র ঘিরে রচিত হয় বিষাদের গোধূলী উপাখ্যান
কুয়াশার স্তর ঘেরা ইতিহাস ছুঁয়ে থাকা কলমে এখন অক্ষরের অনুতাপ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন