শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬

নিহত উৎসব (২) -- অনিরুদ্ধ দাস

(১) 
সময় কোজাগরী হলে
নিহত হয় উৎসব,
পিরিত পুনমে বায়লে
বাসন্তী হয় বেনারসি 

(২)
 নিহত উৎসবের পায়ে
সাঁঝ দিলে --
রুদ্রাক্ষ হয় বোধ 

(৩)
 ম-কারের শব সাধনা
ফেলে এসেছি আগে,
এখন আমি---
স্বাত্তিক এক পুরুত 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...