(১)
সময় কোজাগরী হলে
নিহত হয় উৎসব,
পিরিত পুনমে বায়লে
বাসন্তী হয় বেনারসি
নিহত হয় উৎসব,
পিরিত পুনমে বায়লে
বাসন্তী হয় বেনারসি
(২)
নিহত উৎসবের পায়ে
সাঁঝ দিলে --
রুদ্রাক্ষ হয় বোধ
সাঁঝ দিলে --
রুদ্রাক্ষ হয় বোধ
(৩)
ম-কারের শব সাধনা
ফেলে এসেছি আগে,
এখন আমি---
স্বাত্তিক এক পুরুত
ফেলে এসেছি আগে,
এখন আমি---
স্বাত্তিক এক পুরুত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন