আজকে হঠাৎ হ'ল ছুটি
কিসের ছুটি মা তা জানে,
আমার কেবল হুটোপুটি
বারণ টারন কে আর মানে ॥
উঠোন জুড়ে দাগ কেটেছি
এক্কা দোক্কা খেলতে জানো !
খেলতে খেলতে কৎবেল চাই
সেরা আচার তা কি মানো !!
দুকুরবেলা আঁকবো ছবি
সুজ্জ ওঠা সকাল শীতের ,
হীরেকুচি ঘাসের ডগায়
নানান ফুলের রঙীন ফিতে ॥
বিকেল হ'লে বৌ-বসন্তি
লুকোচুরিও চলতে পারে
সন্ধে হ'লে ঘরে ঢোকা
মা নাহলে বকতে পারে ।।
ফুরিয়ে যাবে হঠাৎ ছুটি
মনখারাপি আগামী কাল,
জানতে হবে স্কুলে গিয়ে
কোরলো কে কী গতকাল
কিসের ছুটি মা তা জানে,
আমার কেবল হুটোপুটি
বারণ টারন কে আর মানে ॥
উঠোন জুড়ে দাগ কেটেছি
এক্কা দোক্কা খেলতে জানো !
খেলতে খেলতে কৎবেল চাই
সেরা আচার তা কি মানো !!
দুকুরবেলা আঁকবো ছবি
সুজ্জ ওঠা সকাল শীতের ,
হীরেকুচি ঘাসের ডগায়
নানান ফুলের রঙীন ফিতে ॥
বিকেল হ'লে বৌ-বসন্তি
লুকোচুরিও চলতে পারে
সন্ধে হ'লে ঘরে ঢোকা
মা নাহলে বকতে পারে ।।
ফুরিয়ে যাবে হঠাৎ ছুটি
মনখারাপি আগামী কাল,
জানতে হবে স্কুলে গিয়ে
কোরলো কে কী গতকাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন