বাদাম ভাঙা খোসায় লেগে থাকা সময়
দূরত্বের গা বেয়ে হেঁটে রাতের জামা পরে-
ছাদের কার্ণিশে তুলতুলে চাঁদে স্নান সেরে
দূরত্বের গা বেয়ে হেঁটে রাতের জামা পরে-
ছাদের কার্ণিশে তুলতুলে চাঁদে স্নান সেরে
বুকপকেটে গুছিয়ে রাখা সিনেমার টিকিট
আজও লাজুক হাসিতে ভিজে রঙিন
মধুর স্পর্শের নির্জন অনুভূতি খুঁড়ে
আজও লাজুক হাসিতে ভিজে রঙিন
মধুর স্পর্শের নির্জন অনুভূতি খুঁড়ে
বিভাজিত মুহুর্ত সাঁকো বেয়ে জুড়তে চাইলে
ধোঁয়া ওঠা রান্নাঘরে মশলার বিদ্রুপ হাসি
ঘামে ভেসে ব্যাস্ততায় বাস্তব ঠিকানা মেলে
ধোঁয়া ওঠা রান্নাঘরে মশলার বিদ্রুপ হাসি
ঘামে ভেসে ব্যাস্ততায় বাস্তব ঠিকানা মেলে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন