১.
ছেলের ডাকে
ছেলের উপর অভিমানে গতবছর আশ্বিনে
বললে দেবী, ‘যতোই ডাকিস, সামনে বছর আসছি নে।’
ছেলেও মুখর, ‘যা না চলে, দেখি মা তোর জিদ কতো !
পারবি কি আর মুখ ফেরাতে ডাক যদি হয় হৃদগত ?’
হার হল মা’র, ঠিক এল সে শরত-শিউলি-কাশ চিনে।
-----------------------
২.
ভাসান
মেঘের কানে বললে হাওয়া, ‘দেখবি মজা বঙ্গে চল ।’
সপ্তমীতে ঝিরিঝিরি, অষ্টমীতে নামল ঢল ।
নবমীটা কর্দমাক্ত --
বিরক্ত সব শৈব-শাক্ত;
দশমীতে দেবী বলেন, ‘ভাসানের কী বাকি বল ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন