প্রথম দিনে তোমার মিষ্টি পদধ্বনি মেখে
বিহ্বলতায় কেটেছিল একাকী সে রাত
কথার উপর কথা সাজিয়ে নিয়ে
হেঁটেছিলে আমার স্মৃতিদগ্ধ পথে
হাতটা সেদিন হয়ত ধরো'নি
মনে তবু পেয়েছি তোমার সিক্ত ছোঁয়া।
কল্পতরু যখন ফুলফুটিয়ে গন্ধে মাতামাতি
শিকড় ছিঁড়ে উপড়ে দিলে তাকে
যোগ্যতার দাঁড়িপাল্লায় মেপে নিয়ে মন
শূন্য ফলাফলে সাজালে মুগ্ধ সে'ই ক্ষণ
অপমানের আগুনে ছাই হয়ে যাওয়া গল্প
অভিমানে ভিজে অপ্রকাশিত থেকে গেল।
"তবু যদি তুমি আসতে চাও
খোলা আছে আমার দু-হাত
জেনো এখানে নেই কোনো হিসেব
শুধু আছে নীল আকাশ
আছে লাগাম ছেঁড়া স্বপ্ন বুকের ভেতর
আছে বেপরোয়া বোতাম বিহীন শার্ট
আছে হারিয়ে যাওয়ার নেশা নাকে মুখে
ভুলে গিয়ে রোজকার দোকান বাজার-হাট"।
আর আছে পাগল মনের ধুলো মাখা বুক
যেখানে জড়িয়ে রাখব তোমার হাসিমাখা
বিরাম বিহীন বৃষ্টির ভেজা সুখ।
বিহ্বলতায় কেটেছিল একাকী সে রাত
কথার উপর কথা সাজিয়ে নিয়ে
হেঁটেছিলে আমার স্মৃতিদগ্ধ পথে
হাতটা সেদিন হয়ত ধরো'নি
মনে তবু পেয়েছি তোমার সিক্ত ছোঁয়া।
কল্পতরু যখন ফুলফুটিয়ে গন্ধে মাতামাতি
শিকড় ছিঁড়ে উপড়ে দিলে তাকে
যোগ্যতার দাঁড়িপাল্লায় মেপে নিয়ে মন
শূন্য ফলাফলে সাজালে মুগ্ধ সে'ই ক্ষণ
অপমানের আগুনে ছাই হয়ে যাওয়া গল্প
অভিমানে ভিজে অপ্রকাশিত থেকে গেল।
"তবু যদি তুমি আসতে চাও
খোলা আছে আমার দু-হাত
জেনো এখানে নেই কোনো হিসেব
শুধু আছে নীল আকাশ
আছে লাগাম ছেঁড়া স্বপ্ন বুকের ভেতর
আছে বেপরোয়া বোতাম বিহীন শার্ট
আছে হারিয়ে যাওয়ার নেশা নাকে মুখে
ভুলে গিয়ে রোজকার দোকান বাজার-হাট"।
আর আছে পাগল মনের ধুলো মাখা বুক
যেখানে জড়িয়ে রাখব তোমার হাসিমাখা
বিরাম বিহীন বৃষ্টির ভেজা সুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন