শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬

পঙক্তিগুলি সার্বজনীন নয় - অর্ধেন্দু বিশ্বাস

এখন সময়ের ভিতর বেওয়ারিশ-সময় সন্ধান
আগুনের ভিতর জলের প্রতিচ্ছবি
হানাদার শব্দ এখন গভীর অন্ধকারে
তর্জনী অহংকারী অস্থি-বিশেষত্বে
মাথার উপর চক্রাকার মৃতজীবী
অন্ধকার প্রবেশ পথ যবনিকা পতনের শীতল শঙ্খ
তোমাকে স্বাগত, প্রিয় নৈঃশব্দ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...