এখন সময়ের ভিতর বেওয়ারিশ-সময় সন্ধান
আগুনের ভিতর জলের প্রতিচ্ছবি
হানাদার শব্দ এখন গভীর অন্ধকারে
তর্জনী অহংকারী অস্থি-বিশেষত্বে
মাথার উপর চক্রাকার মৃতজীবী
অন্ধকার প্রবেশ পথ যবনিকা পতনের শীতল শঙ্খ
আগুনের ভিতর জলের প্রতিচ্ছবি
হানাদার শব্দ এখন গভীর অন্ধকারে
তর্জনী অহংকারী অস্থি-বিশেষত্বে
মাথার উপর চক্রাকার মৃতজীবী
অন্ধকার প্রবেশ পথ যবনিকা পতনের শীতল শঙ্খ
তোমাকে স্বাগত, প্রিয় নৈঃশব্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন