নীল বৃত্ত জুড়ে প্রবল অশনি সংকেত
ক্ষণভঙ্গুর এ জীবনে ছায়া-অসুখ বুকে নিয়ে
আতস কাচের মেদুর আলোয় আরও একবার চোখে পড়ে ছবিটা
-
আদর্শ হিন্দু হোটেল , আরণ্যক , পথের পাঁচালী'র স্রস্টাকে ছুঁয়ে দেখি
জ্যোৎস্নার পেট ফুঁড়ে প্রাগৈতিহাসিক হৃদয় ভরে ওঠে শব্দের প্রসূতীঘরে
-
আপাত শূন্য বাতাসে ফুঁ দিয়ে ভেঙে দিই যাবতীয় গল্প-উড়াল
অনুবর্তন'এর জীবনব্যথা ভাঙে ... মৃত কুয়াশার শরীরে
-
মৌরিফুল , তৃণাঙ্কুর'এর স্রস্টা রাত্রিকালীন লেফাফা বন্দী হয়ে ঘুমিয়ে থাকেন
সমস্ত প্রণয় আলো ঘেরা একাকী আকাশে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন