শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬

চোরাবালি - কস্তূরী কর

মনের চঞ্চলতা অবাধ্য হলে 
স্মরণিকা যায় চোরাবালিতে , 

বালি খুঁড়ে খুঁড়ে তোলে -
কিছু টলটলে জলবিন্দু, কিছু শব্দের মালা , গলায় জড়ায় তৎক্ষণাৎ ..........
আরো খননে সে উৎসাহী -
উঠে আসে হাস্নুহানা হাসির দু - এক লহরী, টুকরো টুকরো স্বপ্ন শল্কা ......

খননের গভীরতায় মিশে যায় সে-
বুকে তুলে নেয় জ্বলজ্বলে একটি মুখ, উজ্জ্বল একজোড়া চোখ, অধরাশ্রিত হাসি -
আদরের প্রলেপ দেয় তাতে ,
নতুন ক' ফোঁটা জল সঞ্চিত করে - আবার সব ফিরে যায় বালির গর্ভে ,

ভালোবেসে চোরাবালির নাম রেখেছে সে - স্মৃতি 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...