শবের উপরে উড়ে যাচ্ছে মার্কিন আর ধূপধোঁয়া
শীতল পায়ের নীচ হলুদ ঢেকেছে আলতা
শীতল পায়ের নীচ হলুদ ঢেকেছে আলতা
আলতো করে খই উড়ে চুল পেল হেলমেটহীন মাথা
ছুটছে আর দেখছে কিভাবে রোদ খেলছে জলে
ছুটছে আর দেখছে কিভাবে রোদ খেলছে জলে
আয়নায় নিজেকে ঠিক করে নিচ্ছে কয়েকটা গাছ
যদিও তাদের কোনো লাল আলো এলাকায় বেচা নেই
যদিও তাদের কোনো লাল আলো এলাকায় বেচা নেই
বেচারা আকাশ নীল সাদায় কখন স্কুল বালক
ছুটির অপেক্ষায় অসহ্য চোখ নিয়ে বসে
ছুটির অপেক্ষায় অসহ্য চোখ নিয়ে বসে
বসনের কথা ভুলে চানঘর খুঁটে খুঁটে নিজেকে দেখে
জল ছোঁয়ায় সাবানের লজ্জা ধুয়ে নিতে .....
জল ছোঁয়ায় সাবানের লজ্জা ধুয়ে নিতে .....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন