শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬

অচেনা - মানস চক্রবর্তী

মেঘ ডাকলাম তবু কাজল পরলেনা
আকাশ এনে ঢুকিয়ে দিলাম ঘরে
নাপছন্দ সে পোশাক
নক্ষত্র দিলাম আঁচলে জড়াতে
ছড়িয়ে দিলে ঘরময়
অথচ ঝড় ডাকতেই মেলে দিলে শরীর
এত দিনেও চেনা হলোনা তোমায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...