মেঘ ডাকলাম তবু কাজল পরলেনা
আকাশ এনে ঢুকিয়ে দিলাম ঘরে
নাপছন্দ সে পোশাক
নক্ষত্র দিলাম আঁচলে জড়াতে
ছড়িয়ে দিলে ঘরময়
অথচ ঝড় ডাকতেই মেলে দিলে শরীর
আকাশ এনে ঢুকিয়ে দিলাম ঘরে
নাপছন্দ সে পোশাক
নক্ষত্র দিলাম আঁচলে জড়াতে
ছড়িয়ে দিলে ঘরময়
অথচ ঝড় ডাকতেই মেলে দিলে শরীর
এত দিনেও চেনা হলোনা তোমায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন