শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬

মানানসই - রুদ্র বোস

জানেন,
খুব আলগোছে থাকতে শিখছি এখন
এই যেমন বেশ ঘনিষ্ঠ কাউকে বলছি
-কি, চলছে কেমন, আচ্ছা আসি, ব্যস্ত খুব
কিংবা পুরোনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হলে
- আরে, তোর চেহারাটা এমন হল কেন? সুগার নাকি?
নতুন কোনো মানুষ বন্ধুত্বের হাত বাড়ালে
- হাই, কী করেন আপনি ভাই? ও আচ্ছা। কথা হবে আবার।
কাউকে একটু দেঁতো হাসি দিচ্ছি
কাউকে পিঠ চাপড়ে কাজ সারছি
কাউকে বা না চেনার ভান করে চলে যাচ্ছি
এই রকম ভাবেই চলছি এখন
অসুবিধে একটু যে হচ্ছে না তা নয়
নতুন শিখছি কি না
তবে হয়ে যাবে বুঝলেন!!
এই মাসখানেক বড় জোর
তারপর দেখবেন
ঘুঘুর ডিম থেকে শুয়োরের খোঁয়াড়
কেমন সুন্দর ফিট করে যাচ্ছি
সব জায়গাতেই।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...