ক্লোরোফিল হারিয়ে যাচ্ছে একটু একটু করে
রোদ্দুরের এখন তির্যক রশ্মি মকর সংক্রান্তির দিন গুণে চলে
রোদ্দুরের এখন তির্যক রশ্মি মকর সংক্রান্তির দিন গুণে চলে
পাতাটা তবুও সালোক সংশ্লেষ করে চলেছে
একটা ভালোবাসা এখনও বাঁচার আশা করে
একটা ভালোবাসা এখনও বাঁচার আশা করে
অপেক্ষারত কান্ডটা দাঁড়িয়ে আছে মেরুদণ্ড সোজা করে
ভালোবাসার জন্য একটু রোদ্দুর দরকার পর্ণমোচীদের----
ভালোবাসার জন্য একটু রোদ্দুর দরকার পর্ণমোচীদের----
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন