শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬

দুটি ছাদের মৃত্যুরহস্য - সৌভিক সেন

সতীর্থ দুটি ছাদ যেদিন প্রথম বৃষ্টি ভিজেছিল
সেদিন একটা আংটি বুনেছিলাম
বুকের মধ্যে তখন আমধুর মিশিগান…
তোর ওষ্ঠাধর ছুঁয়ে আস্তিক হয়েছিলাম আমি 

তারপর থার্মোমিটারে শ্যাওলা ধরল খানিক
ছাদ পিছলে চৌচির হল আস্ত অভিমানী এক চাঁদ
জানি সময়টা ক্ষমার্হ ছিল না মোটেই

আজ বৃষ্টিটা শ্যাওলাদের দখলে
তাই ছাদ দুটো অনুষ্ঠেয় হতে পারলো না কোনদিন…

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...