মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

হেরো সিরিজ ( হেরো - ২৩ ও ২৪) -- শুভাশিস সিংহ

হেরো -২৩
-------------- 


থিতু হও
একটু সময় দাও
দেখো শব্দের গতিপথ কিরকম পাল্টাচ্ছে


জানি চোখের থেকে চোখ সরলে
মনের ওজন বাড়ে

একটু হাল্কা হও, একটু সময় নাও
ভাঙনের মাঝে ঘুম, ঘুমের ভিতর আয়ুক্ষয়ী চিন্তা
চিন্তার সহিষ্ণুতায় উপশমের বসতবাড়ি
ছায়ার পাতায় ক্লান্তির কথা শোন 

এতো উতলা কেন
থিতু হও
একটু সময় দাও







হেরো -২৪
-------------





প্রতিটা সফল মৈথুনের পর
আয়নার মুখোমুখি দাঁড়াই
তৃপ্তির অহংকার মুছতে মুছতে 
আরো ও একবার ঝালিয়ে নিই
ক্রিয়া এবং কৌশলের যুগলবন্দী
:

কৌশল বলতে মনে পড়ে যায়
কতটা জ্যামিতিক দূরত্বের সুবিধায় দাঁড়ালে
ছোঁয়া এবং স্পর্শের দ্বন্দ্ব মিটে যায়
আর একটা পুঁচকে নক্কড় আবেগ
দৃষ্টির চোখে ধুলো ছড়িয়ে
সন্তর্পণে প্রসারিত হয়
:
সুবিধার স্রোতে গা ভাসিয়ে
স্টপেজের পথে পা বাড়াই
পথে তখন মৌনতার মিছিল
:
ওঁদের হাতে মোমবাতি
আমার ভেতরে জ্বালানির রসদ
সুযোগ বুঝে মাথাচাড়া দিয়ে ওঠে....





হেরো -২৫
-------------

চেতনা গলিয়ে ঢেলেছি
তোমার ছাঁচে
সুবিধার খাটে বিন্যস্ত হয়েছি 
যথেচ্ছাচারে
অর্ধ নগ্নে মন ভরেনি
বিবস্ত্র হচ্ছি
সুবিধার স্রোতে গতি আনতে
সবটুকু দিচ্ছি তোমাকে
সব সমর্পণের অঙ্গীকারে
কিন্তু বলতো
তোমার ওয়াকাদ কী আছে
শুকনো বেলার নরম রোদে
প্রথম ভুলের পাপ শোধন তোর গালে
হিয়ার দেশে অহংকারী খেলায়
লাজুক চাঁদ ঘোমটা মাথায়
এর পরে বাতাসের ফিসফিসানি
ওর ওয়াকাদ কী বলতো
কান টানলে মাথা আসত
আঙুল বাড়ালে হাত
দিন বাড়লে আগলে রাখত
চোখের পাতার রাত
তার পরেও শুনতে হল
তোমাদের ওয়াকাদ কী আছে
আজ বাংলা, কাল বিদেশি
মর্গ মানে - মৃত্যু-বাসি
আগুন যখন দলিত ফুলকি
এভাবেই দিন কেটে যাবে কী
এই শালা
তোদের ও'কাদ কী বে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...