মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

মৃত ক্লোরোফিল -- অরিজিৎ বাগচী

আমি আনকোরা শরীর এক
তোর জারকের হাজার রাতের পরে
সিলিকন ক্লিভেজের খোলা আকাশ থেকে
মুক্ত শঙ্খ চিল হয়ে উড়ে যাচ্ছি তাই
:
আমি ঘর ভাঙা পাখিরর ছদ্মবেশে
ঠোঁটে চেপে এক টুকরো জমি
তাতে শেকড়ে পোতা পঙ্গু গোলাপচারা 
লুটিয়ে গেছিল এবার মরবে বলছে শুনতে পাই
এ শহরে আমি হাতরে মরছি বৃথাই, জানি নেই কোনো নদী
:
এ শহর এক অন্য রাজ্য পাঠ
আমার চোখের পানিতে ভেসে ওঠে
মৃত ক্লোরোফিল ,আর চেনা মানুষের ভয় 
অনেচা সঙ্গীতে আমি ফুরিয়ে যাচ্ছি নিশ্চয়ই
:
অনেক খোঁজার পর সূর্য পথে সংজ্ঞাহীন ঢেউ
একটি মৃত ভ্রূনের কালীমাংস 
উন্মাদ লোভী সমুদ্রের গ্রাসই হজম করবে মশকরায়
পতন আসছে তাই শেষের ঘন্টায় ভাঙবে সব শরীর 
:
"যাচ্ছে বদলে যাচ্ছে আমার শহর
কত চেনা হয়ে যাচ্ছে অচেনা
তাই ফুরিয়ে যেতে হবে আমাদের ও 
সব কিছুর আছে সময় সীমা "

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...