মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

বেজান শহর শুধু এক স্মৃতির নহর -- লুতফুল হোসেন

শরীর জুড়ে তার
পরিবর্তনের সরিসৃপ
হেটে যায় এন্তার
বদলে দিয়ে ইচ্ছের অন্তরীপ
:
ক্রমশ: কাছিম খোলসে
আটকা পরা ডলফিন
দোয়েল কোয়েল ফিঙে প্রাণ
আজ অকস্মাৎ ডাঙ্গায় তোলা 
সদ্য জলচ্যুত মাছের মতো
তড়পে তড়পে হয় খান খান
:
আলোক ঝলক গায়ে গায়ে তার
বিভ্রমের বিন্যস্ত কোলাজে
আঁকে উন্নয়নের জোয়ার
বুঝিবা উর্বশীর সুখের বিমার
বেসুরো বেহালা আজ গাঁথে সুর
আদ্যোপান্ত যার মিথ্যেতে ভরপুর
:
"যাচ্ছে বদলে যাচ্ছে আমার শহর
কত চেনা হয়ে যাচ্ছে অচেনা
তাই ফুরিয়ে যেতে হবে আমাদেরও
সব কিছুর আছে সময় সীমা"
:
হোক এ শহর মহেঞ্জোদারো
হোক অচেনা আগন্তুক অন্য কারো
রোদের ভাগীদার প্রৌঢ় কৃষ্ণচূড়া
চেনা দেবদারু চেনা হিজল
লেকের কাছে ন্যূজ বর্ষীয়ান তমাল
হোক অচেনা কোনো সকালে বমাল
সকলি অলীক হোকনা যত
অযুত নিযুত আশ্চর্য ক্ষত
বদলে যাওয়াই এখন
সব পুরোনোর মধুর চন্দ্রিমা
:
মেঘের আঁধার মাখা ওই
অভ্র জুড়ে তাই
নিয়ত গাঁথছি আমি

সাতরঙা স্বপ্ন মধুরিমা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...