মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

ভুলিয়ে দাও -- বাসব মণ্ডল

"ফালতামত,ফক্রিয়ত,ফদঘরিয়ত"
(আই সাফার্ড,আই লানার্ড,আই চেঞ্জড)
পাড়ার গলির বগলা ভান্ডার
এখন বিগ্ বাজার
লুকোনো প্রেমের উষ্ণতার
জায়গা নিয়েছে মাখো মাখো
ওয়ান নাইট স্ট্যান্ড
:
বনিসন, বোরোলিন ও রসুন তেলের
ছোটবেলা এখন অতীত
হাগিসে সু সু করা জেনারসন
এখন রোমান্টিকতা খোঁজে
স্যারনস্টোনের লিপ কিসে
:
হাতে লেখা কাগজ টুকরো
প্রেয়সীর হাতে পৌঁছে দিতে ঝড়ানো ঘাম
এখন সঞ্চিত হয়
পাড়ার দোকানে কেনা
এক জিবি এয়ারটেলের ডেটার দয়ায়
:
না পাওয়া বান্ধবীর
হেয়ার ক্লিপের রঙ
আজও খুঁজে আসি, স্বপ্নের চৌমাথায়
কারণ ফেসবুকের রিমান্ডার অপসন
আমার এখনও ডিএক্টিভেটেড
:
"যাচ্ছে বদলে যাচ্ছে আমার শহর
কত চেনা হয়ে যাচ্ছে অচেনা
তাই ফুরিয়ে যেতে হবে আমাদেরও
সব কিছুর আছে সময় সীমা"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...