মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

বিষণ্ণতার শব্দমালা (২৯) -- জয়দীপ চক্রবর্তী

সামান্যই দৃষ্টিগোচর পূর্বাভাসে ইচ্ছামতির রাত নিদ্রাহীন।
ভীষন খিদে ভরা চাঁদ কামড়ায় শিশু নিয়ম রহিত।
কালোটাকা আর অপুষ্টির শৈশব রাষ্ট্র তবুও নিষেধ অবিরত আঁকে।
মিড-ডে-মিল আর হরেক শ্রী-এর গাজর ঝুলিয়েছে রাষ্ট্র ভালোবেসে!
#
গহীন অরণ্য, পাহাড় কিংবা কাঁটাতারে প্রায়ই দিন সঙ্গীন!
বীরত্বের সিলছাপ চিহ্ন যখনতখন বেওয়ারিশ আসে কফিন।
মানচিত্র ও মানচিত্র ছাড়িয়েও বারুদের গন্ধ একাকার আসমান-জমিন।
মানুষের না গরুর জীবনের মূল্য অধিক এই নিয়েই রাষ্ট্রীয় কর্মসূচি মাত্রাধিক।
#
রক্তের উৎসব আর ঠান্ডা ঘরে উচ্চারিত রাষ্ট্রের প্রতি গণতান্ত্রিক অবশিষ্ট বরবাদ!
কংক্রিটে ও রোশনাই সাধ্য অতিক্রম হাভাতে সূচকে দৃশ্যতই হীরক স্বাদ!
বরাবরই দু'একজন প্রবল বিক্রমে চিবাচ্ছে অবশিষ্টাংশের গ্রাস...
এইভাবেই প্রতিবার নিয়মমাফিক আসেযায় আমার মনখারাপের স্বাধীনতা দিবস..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...