একটা মেঘলা সকাল আর না থামা বৃষ্টি দিনে -
:
আবছা স্মৃতির চিলেকোঠার দরজা খোলা মনে -
আবছা স্মৃতির চিলেকোঠার দরজা খোলা মনে -
মনখারাপের একতারাটা জানে বাউল মনের
স্বপ্ন বোনা বৃষ্টি ভেজা গানে ----
স্বপ্ন বোনা বৃষ্টি ভেজা গানে ----
স্মৃতির পাতায় মনকেমনের চড়াই বাসা --
ডাকবাক্সের দরজা খুলে কখন বুঝি
গন্ধমাখা নীল খামটার আশা ------
ডাকবাক্সের দরজা খুলে কখন বুঝি
গন্ধমাখা নীল খামটার আশা ------
বৃষ্টি এসে উস্কে দিল
ঘুমন্ত সেই দিনগুলো
অবকাশের আলসে বেলা
এক কিশোরী দখল নিলো !
ঘুমন্ত সেই দিনগুলো
অবকাশের আলসে বেলা
এক কিশোরী দখল নিলো !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন