নিস্তব্ধতায় কিছু শব্দ আর মন
প্রহর গুণে চলে
:
একটা নক্ষত্রও নয় ইচ্ছের অধীন
ভালোলাগা সন্ধ্যা গুলো
বড় বেশি তাড়াহুড়ো করে
:
হেমলক্ অন্ধকারে ঢেকে যায়
ঋতুবৈচিত্রের বাস্তবতা
:
শরীরী চুপকথারা জেগে ওঠে
তবুও আগ্রাসী মন ভালোবাসা খোঁজে
:
অব্যক্ত যন্ত্রণা এলোমেলো
সমস্ত সময় জুড়ে
:
দৃঢ় এক সংকল্পের সাথে
ধীর নিশ্চিত অবগাহন আত্মহননে
প্রহর গুণে চলে
:
একটা নক্ষত্রও নয় ইচ্ছের অধীন
ভালোলাগা সন্ধ্যা গুলো
বড় বেশি তাড়াহুড়ো করে
:
হেমলক্ অন্ধকারে ঢেকে যায়
ঋতুবৈচিত্রের বাস্তবতা
:
শরীরী চুপকথারা জেগে ওঠে
তবুও আগ্রাসী মন ভালোবাসা খোঁজে
:
অব্যক্ত যন্ত্রণা এলোমেলো
সমস্ত সময় জুড়ে
:
দৃঢ় এক সংকল্পের সাথে
ধীর নিশ্চিত অবগাহন আত্মহননে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন