শুক্রবার, ১ জুলাই, ২০১৬

আমার শেষ ~ দীপঙ্কর বেরা

রূপকল্পের ক্ষণস্থায়ী অভিরাতের তীরে
ভুল আমি-সংস্কার নৈঃশব্দ নক্ষত্রটিরে
মৃত্যুর মধ্যস্থতায় স্পর্শ গুণন করেছি
আঁধারের আবছা গল্পে অতল ছুঁয়েছি


অনিন্দ্যের অযাচিত বাস্তবতার শ্লোক
তাড়িয়ে বেড়ায় রাতহীন অস্বর্গীয়লোক
প্রেমহীন যাপন চিত্রের জাগরণ লেখা 
আগ্রাসী জীবনবাদী আমি আমি দেখা,
ভাঙতে ভাঙতে ছুঁতে চায় অতলস্পর্শ
কেটে যাওয়া অভিজ্ঞানে আমি অপকর্ষ


এবার অসীমের মীড়হীন ঋজু অনুপমে
আমার শেষ আমি লিখুক শুদ্ধ সোহমে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...