দুটো পাহাড় অরণ্য হয়ে একটি প্রেমের উপন্যাস লিখে যেতে থাকে
ব্রাউন ওক কাঠের যে কঠিন গদ্যে জীবন তৈরী হয়ে এসেছে শীত ও বসন্তের দিনে
আমি তার পায়ের কাছে নতজানু হয়ে বসে বর্ষায় কচি ঘাসের জঙ্গল ঘন করি
তার সবুজে রামধনু রঙ ফুলের বুদবুদ্ ছড়িয়ে দেবো
সকালের কচি রোদের আলোয়
তোকে শেষ শ্বাসবিন্দু পর্যন্ত
শ্বাসনালীতে বেঁধে রাখবো
ব্রাউন ওক কাঠের যে কঠিন গদ্যে জীবন তৈরী হয়ে এসেছে শীত ও বসন্তের দিনে
আমি তার পায়ের কাছে নতজানু হয়ে বসে বর্ষায় কচি ঘাসের জঙ্গল ঘন করি
তার সবুজে রামধনু রঙ ফুলের বুদবুদ্ ছড়িয়ে দেবো
সকালের কচি রোদের আলোয়
তোকে শেষ শ্বাসবিন্দু পর্যন্ত
শ্বাসনালীতে বেঁধে রাখবো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন