শর্তহীন মাথা নুয়ে থাকা
আজন্মলালিত সংস্কারের কাছে,
দ্যোতনাহীন চেতনাকে সযত্নে আড়াল করে
কেবলই মাথা নুয়ে থাকা
শিরদাঁড়া টান করা মানা
সুখেরও অদ্ভুত এক নেশা আছে
সে নেশায় মাতাল পৃথিবী
শিরদাঁড়া টান হলে, সুখ যদি কম পড়ে
সেই ত্রাসে আপোষনামা
রাতশেষে ভুখা পেটে খাবারের লোভে,
প্রতিবাদ ঘুমিয়েছে কবে
তার চেয়ে বেশ ভালো, মাথা নুয়ে থাকা
বোধ বিদ্রোহী হলে, বিদেশী ফিল্মের চর্বিতচর্বণ
আর স্লিপিং পিলের আশ্রয়
নরম গদিতে শর্তহীন সুখে ভেসে থাকা
আজন্মলালিত সংস্কারের কাছে,
দ্যোতনাহীন চেতনাকে সযত্নে আড়াল করে
কেবলই মাথা নুয়ে থাকা
শিরদাঁড়া টান করা মানা
সুখেরও অদ্ভুত এক নেশা আছে
সে নেশায় মাতাল পৃথিবী
শিরদাঁড়া টান হলে, সুখ যদি কম পড়ে
সেই ত্রাসে আপোষনামা
রাতশেষে ভুখা পেটে খাবারের লোভে,
প্রতিবাদ ঘুমিয়েছে কবে
তার চেয়ে বেশ ভালো, মাথা নুয়ে থাকা
বোধ বিদ্রোহী হলে, বিদেশী ফিল্মের চর্বিতচর্বণ
আর স্লিপিং পিলের আশ্রয়
নরম গদিতে শর্তহীন সুখে ভেসে থাকা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন