শুক্রবার, ১ জুলাই, ২০১৬

হারমোনি ~ মিঠুন চক্রবর্তী

এবার বৃষ্টি এলে উঠোনে ছড়িয়ে দেব কিসমিস হৃদয়
এবং বৃষ্টি ভেজা রোদে বুনে নেব ঔষধি সম্পর্ক।
মানসী জানি খুব ভাল গাছ আর নদীর মুদ্রা জানে,
তার বুকের হুক খুলে হাতের তালুতে রাখবো নরম পৃথিবী
আর প্রবল উত্তেজনায় সিঁড়ি দিয়ে উঠে যাবো অরণ্য সভায়........
তখনও কি হারমোনির পৃথক পৃথক স্বর গুলি স্বরলিপি হয়ে বইবে না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...