শুক্রবার, ১ জুলাই, ২০১৬

আমার কবিতারা ~ জয়ীতা ব্যানার্জী গোস্বামী

এইমাত্র একটি মৃত কবিতার সৎকার করে ফিরলাম
আর একটিকে রেখেছি জঠরের কোণে
শব্দেরা নাড়ি বেয়ে পৌঁছে দিচ্ছে স্পন্দন
তোমরা ভুমিষ্টটিকে আদর করো
কালো টিপ পরিয়ে আসনে বসাও
তোমাদের আশীর্বাদে একদিন
সহজেই মিশে যাবে আগামীর সাথে
আমার চিন্তা তাকে নিয়ে
পিটুইটারির কয়েকবিন্দু আবেগ হাতে
যে এখনও অপেক্ষমান যোনিপথে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...