শুক্রবার, ১ জুলাই, ২০১৬

হে পুরাতন ~ সুকান্ত চক্রবর্তী

হে পুরাতন , মনে রেখো
তুমিও এককালে নবীন ছিলে ।
যে বৃদ্ধ শীতে শুষ্ক তুমি , কোন
এক শ্রাবণে তুমিও অঝোরে ভিজেছিলে ।

ধীরে ধীরে বয়ে চলে স্রোত , নবীনেরা
একে একে আসে ,পুরাতন দূরে সরে ;
আজ তোমার যাবার দিন, দুঃখ নেই ,
হে পুরাতন , একদিন তুমিও নবীন ছিলে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...