হে পুরাতন , মনে রেখো
তুমিও এককালে নবীন ছিলে ।
যে বৃদ্ধ শীতে শুষ্ক তুমি , কোন
এক শ্রাবণে তুমিও অঝোরে ভিজেছিলে ।
তুমিও এককালে নবীন ছিলে ।
যে বৃদ্ধ শীতে শুষ্ক তুমি , কোন
এক শ্রাবণে তুমিও অঝোরে ভিজেছিলে ।
ধীরে ধীরে বয়ে চলে স্রোত , নবীনেরা
একে একে আসে ,পুরাতন দূরে সরে ;
আজ তোমার যাবার দিন, দুঃখ নেই ,
হে পুরাতন , একদিন তুমিও নবীন ছিলে
একে একে আসে ,পুরাতন দূরে সরে ;
আজ তোমার যাবার দিন, দুঃখ নেই ,
হে পুরাতন , একদিন তুমিও নবীন ছিলে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন