মুহূর্তের ফিরে তাকানো
স্নিগ্ধ হাসি এলোমেলো চুল
স্মৃতির ওয়েসিসে তুই
আনমনে করে ফেলা ভুল
'
সৃষ্টির সম্মানে সম্মানিত
হৃদয়ের চিলেকোঠা
বন্ধুত্বের পাতলা চাদরে
ভালোলাগার ধীরে ধীরে বেড়ে ওঠা
'
আমার একলা আকাশ জুড়ে
তুই রাত্রি প্রেমের সৃষ্টি
তুই টলোমলো করতে থাকা
একফোঁটা বৃষ্টি
'
নিশীথ রাত্রি তোর
তুই স্বপ্ন দিনভোর
স্নিগ্ধ হাসি এলোমেলো চুল
স্মৃতির ওয়েসিসে তুই
আনমনে করে ফেলা ভুল
'
সৃষ্টির সম্মানে সম্মানিত
হৃদয়ের চিলেকোঠা
বন্ধুত্বের পাতলা চাদরে
ভালোলাগার ধীরে ধীরে বেড়ে ওঠা
'
আমার একলা আকাশ জুড়ে
তুই রাত্রি প্রেমের সৃষ্টি
তুই টলোমলো করতে থাকা
একফোঁটা বৃষ্টি
'
নিশীথ রাত্রি তোর
তুই স্বপ্ন দিনভোর
..
অভিমানের চিঠি তোর অনুরাগ,
তুই শরীর জুড়ে ফাগ
..
তুই প্রেম, তুই অভিমান
তুই প্রেম, তুই 'বিকেল বেলার ঘ্রাণ'
তোর স্পর্শে রোদেলা ছন্দ ম্লান
..
মিঠেল আলাপনে আবছায়া বাঁকে
ভবিতব্য হাতছানি দেয়
অন্বেষার অন্বেষণে
অকারন প্রেম আশকারা নেয়
অভিমানের চিঠি তোর অনুরাগ,
তুই শরীর জুড়ে ফাগ
..
তুই প্রেম, তুই অভিমান
তুই প্রেম, তুই 'বিকেল বেলার ঘ্রাণ'
তোর স্পর্শে রোদেলা ছন্দ ম্লান
..
মিঠেল আলাপনে আবছায়া বাঁকে
ভবিতব্য হাতছানি দেয়
অন্বেষার অন্বেষণে
অকারন প্রেম আশকারা নেয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন