শুক্রবার, ১ জুলাই, ২০১৬

দৃশ্যকল্প ~ লাভলী বসু

অসহিষ্ণু সময়ের স্রোতে 
নামহীন কিছু সন্ধ্যার বিচরণ 
আলোর মন্তাজে সেজে ওঠা রাত 
নিমগ্ন সুখজাগানিয়া সুরে ----

দ্বিধা ও দ্বন্দ্বে বিচলিত 
স্বপ্নান্ধ চোখে স্মৃতিমেদুরতা 
তাসঘরের ছাদে অযাচিত অধীনতায় আবিষ্ট 
ক্লান্ত অবদমিত অনুভূতি 
----- নৈঃশব্দ আত্মহনন 

আলো আঁধারির হ্যালুসিনেশনে 
নিকষ রাতে ব্যাধিঘোর ছায়ায় 
আবদ্ধ অনিঃশেষ ভাবে লেখা 
বৃত্তবন্দী জীবনের এলিজি 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...