শুক্রবার, ১ জুলাই, ২০১৬

কবিতা ও আমার আত্মহত্যা ~ অরিজিৎ বাগচী

শহরের ব্যস্ত সন্ধ্যা
বাইপাসে ছুটে চলা আমির সন্ধানে 
কিছু আঁতেলামির অকালমৃত্যু
আর ফ্ল্যাশ ব্যাকের রিলের গরগরে শব্দ দূষণ
সচকিত পেশী টান ও অক্ষরের জন্ম দেয়
আমার শেষের কবিতায়
:
ক্রসিং পেরিয়ে ফ্লাইওভার টা 
আনাড়ি গলি গুলোর ছন্দপতন করতে সক্ষম হয়
শাপিত গল্পেরা পিছু ছাড়লে শেষ হয়
ভাঙাচোরা স্বপ্নের নির্বাসনের
পালা যাত্রা
:
প্রেমের বৈভবে জমা একাকীত্বের সালফিউরিক
শুধু মাত্র আমার সুখ নিষিদ্ধ কলমের কালি
:
তাই বেঁচে থেকেও শূন্যতার ঋজুতায় আজ আমিও আত্মহত্যা চাই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...