লহমায় ফুরিয়ে যায় সময়
:
মেঘলা দিনে আঁধারে হারানো সাঁঝবেলা
:
দ্যুতিহীন নক্ষত্র চিনে নিতে চায় পথ
:
অভিশপ্ত ঝোড়ো হাওয়ায় দিকভ্রান্ত প্রেমের কম্পাস
:
জীবন বেপথু , বেসামাল
:
নিঃশব্দ চোরাবালির অমোঘ আকর্ষণ সুরেলা বাঁশিতে
:
ডেকে ফেরে রাতপাখি গ্রীষ্ম থেকে বসন্তে
:
মোমের মতো গলে যায় কিছু কথা
:
রাতের মধ্যযামে দরবারী কানাড়া আর মৃত্যু , শয্যা পেতেছে সবুজ ঘাসের গালিচায়
:
একান্ত আমি - র অপেক্ষা
:
মেঘলা দিনে আঁধারে হারানো সাঁঝবেলা
:
দ্যুতিহীন নক্ষত্র চিনে নিতে চায় পথ
:
অভিশপ্ত ঝোড়ো হাওয়ায় দিকভ্রান্ত প্রেমের কম্পাস
:
জীবন বেপথু , বেসামাল
:
নিঃশব্দ চোরাবালির অমোঘ আকর্ষণ সুরেলা বাঁশিতে
:
ডেকে ফেরে রাতপাখি গ্রীষ্ম থেকে বসন্তে
:
মোমের মতো গলে যায় কিছু কথা
:
রাতের মধ্যযামে দরবারী কানাড়া আর মৃত্যু , শয্যা পেতেছে সবুজ ঘাসের গালিচায়
:
একান্ত আমি - র অপেক্ষা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন