কিছু রঙ বড়ই কমনীয়
আলতো নরম আবেশে,
কিছু রঙ সাহসী ভীষণ
অহংকারী– প্রতিবাদী সে
আলতো নরম আবেশে,
কিছু রঙ সাহসী ভীষণ
অহংকারী– প্রতিবাদী সে
কিছু রঙ কামনার শর
চুম্বক-আকর্ষণে টানে,
কিছু রঙ হতাশার খনি
বৃষ্টির জলছাপ বেরঙিন গাঙে
চুম্বক-আকর্ষণে টানে,
কিছু রঙ হতাশার খনি
বৃষ্টির জলছাপ বেরঙিন গাঙে
কিছু রঙ হাঁটে রংরুটে
দিশেহারা অলস চরণ,
কিছু রঙ বিষাদমাখা
কাছে যেতে কুন্ঠা অকারণ
দিশেহারা অলস চরণ,
কিছু রঙ বিষাদমাখা
কাছে যেতে কুন্ঠা অকারণ
কিছু রঙ বড় অভিমানী
বেদনার রঙ গাঢ় নীল,
কিছু রঙ পবিত্রতা মাখা
মাথা নত, শ্রদ্ধা অনাবিল
বেদনার রঙ গাঢ় নীল,
কিছু রঙ পবিত্রতা মাখা
মাথা নত, শ্রদ্ধা অনাবিল
কিছু রঙ শুধু তোমাকে মানায়
মুগ্ধ দুচোখ অপলক ছুঁয়ে যায়!
মুগ্ধ দুচোখ অপলক ছুঁয়ে যায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন