শুক্রবার, ১ জুলাই, ২০১৬

বর্ণমালা ~ রীনা রায়

কিছু রঙ বড়ই কমনীয়
আলতো নরম আবেশে,
কিছু রঙ সাহসী ভীষণ
অহংকারী– প্রতিবাদী সে

কিছু রঙ কামনার শর
চুম্বক-আকর্ষণে টানে,
কিছু রঙ হতাশার খনি
বৃষ্টির জলছাপ বেরঙিন গাঙে

কিছু রঙ হাঁটে রংরুটে
দিশেহারা অলস চরণ,
কিছু রঙ বিষাদমাখা
কাছে যেতে কুন্ঠা অকারণ

কিছু রঙ বড় অভিমানী
বেদনার রঙ গাঢ় নীল,
কিছু রঙ পবিত্রতা মাখা
মাথা নত, শ্রদ্ধা অনাবিল

কিছু রঙ শুধু তোমাকে মানায়
মুগ্ধ দুচোখ অপলক ছুঁয়ে যায়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...