সৃষ্টির প্রাগৈতিহাসিক জরায়ুতে
ঝুঁকেও
লিখতে পারিনি একটা লাইন
ঝুঁকেও
লিখতে পারিনি একটা লাইন
প্রেমের মায়াবী লকগেট
খুলেও
বেরোয়নি একটা শব্দ
খুলেও
বেরোয়নি একটা শব্দ
বুদবুদের কক্ষপথ ঘেঁটে
হতে চেয়েছি মায়াবী
তাও আসেনি বর্ণ
হতে চেয়েছি মায়াবী
তাও আসেনি বর্ণ
যেওনা,লেখা
চলে যেওনা
সময়ের কাছে আরও একবার চাইছি তোমাকে
চলে যেওনা
সময়ের কাছে আরও একবার চাইছি তোমাকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন