আজ বৃষ্টি হতে চায় এ মন
কালো মেঘের সাথে চলবে
তাঁর লুকোচুরি খেলা
ঝরে পড়তে চায় সে বারিবিন্দু হয়ে
নরম সবুজের গা বেয়ে
ছড়িয়ে দিতে চায় শান্তির বারিধারা
*
আজ পাখি হতে চায় এ মন
উড়ে যেতে চায় ওই নীল আকাশের বুকে
পেরিয়ে দিতে চায় সকল কাঁটাতারের সীমা রেখা
ক্ষুন্ন করে দিয়ে সকল জাতিভেদ
*
আরও বহু চাওয়ার মাঝে আজ
ভালবাসতে চায় এ মন
স্বার্থের ভালো নয়, নিস্বার্থকে খোঁজে
যা ছাপিয়ে উঠবে সকল বাধারসীমা
পুড়িয়ে ফেলবে সকল জাতিভেদ
ছড়িয়ে দেবে শান্তির বারিধারা
কালো মেঘের সাথে চলবে
তাঁর লুকোচুরি খেলা
ঝরে পড়তে চায় সে বারিবিন্দু হয়ে
নরম সবুজের গা বেয়ে
ছড়িয়ে দিতে চায় শান্তির বারিধারা
*
আজ পাখি হতে চায় এ মন
উড়ে যেতে চায় ওই নীল আকাশের বুকে
পেরিয়ে দিতে চায় সকল কাঁটাতারের সীমা রেখা
ক্ষুন্ন করে দিয়ে সকল জাতিভেদ
*
আরও বহু চাওয়ার মাঝে আজ
ভালবাসতে চায় এ মন
স্বার্থের ভালো নয়, নিস্বার্থকে খোঁজে
যা ছাপিয়ে উঠবে সকল বাধারসীমা
পুড়িয়ে ফেলবে সকল জাতিভেদ
ছড়িয়ে দেবে শান্তির বারিধারা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন