ক্ষতে প্রলেপ পড়লে
যন্ত্রণা কবিতামুখি হয়
এই আহত চিন্তায় ডুবে গিয়ে
ধবধবে নরম বুকে
হাত বোলাতে বোলাতে
নাভি অবধি নেমে আসি
এরপর গভীরতা আন্দাজ করে
নপুংসকতা নিয়ে উঠে যাই
জানলায় তখন ঘুম ঘুম বাতাস
দেনা মেটাতে অভাবী মেঘ
কার্নিসের দ্বারস্থ
চুপ কথার রাতে রূপকথার শহরে
মার্কস, গান্ধী, রবি স্ট্রিট লাইটে
অক্লেশে লিখে চলেছে
একটি যৌথ কবিতা
আমি বকেয়া জীবনের ফিল্টার সুখে
সে কবিতার গঠন শৈলীতে মজে যাই
ছন্দের অনায়াস দক্ষতায়
অক্ষরের মজ্জায় থাকা
অনুচ্চারিত ভাবনাকে
ঊরু বেয়ে নেমে যেতে দেখি
যন্ত্রণা কবিতামুখি হয়
এই আহত চিন্তায় ডুবে গিয়ে
ধবধবে নরম বুকে
হাত বোলাতে বোলাতে
নাভি অবধি নেমে আসি
এরপর গভীরতা আন্দাজ করে
নপুংসকতা নিয়ে উঠে যাই
জানলায় তখন ঘুম ঘুম বাতাস
দেনা মেটাতে অভাবী মেঘ
কার্নিসের দ্বারস্থ
চুপ কথার রাতে রূপকথার শহরে
মার্কস, গান্ধী, রবি স্ট্রিট লাইটে
অক্লেশে লিখে চলেছে
একটি যৌথ কবিতা
আমি বকেয়া জীবনের ফিল্টার সুখে
সে কবিতার গঠন শৈলীতে মজে যাই
ছন্দের অনায়াস দক্ষতায়
অক্ষরের মজ্জায় থাকা
অনুচ্চারিত ভাবনাকে
ঊরু বেয়ে নেমে যেতে দেখি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন