রোমন্থন - শমিতা চক্রবর্তী
--------
একটা মেঘরঙা সকালে
বৃষ্টির জরিকাজ
ফিরিয়ে আনতে পারে কতকিছুই ---
স্মৃতির পাতায় কমলা গোধূলী
অভিসারিকার রূপো লী রূপকথা সাজ !
সাদা মেঘ - পলাশকান্তি বিশ্বাস
----------
কবেকার কালোমেঘ নিজেরই বক্ষ চিরে ঝরেছি একদা
ওরাও মেতেছে স্নানে স্বভাব-উল্লাস,
ক্ষরণ থামার আগে ধুয়েও নিয়েছে অনিচ্ছুক বসন-বাসন
এখন নিঃশেষ আমি দূরকোণে রক্তশূন্য ম্লান সাদামেঘ
--------
একটা মেঘরঙা সকালে
বৃষ্টির জরিকাজ
ফিরিয়ে আনতে পারে কতকিছুই ---
স্মৃতির পাতায় কমলা গোধূলী
অভিসারিকার রূপো লী রূপকথা সাজ !
সাদা মেঘ - পলাশকান্তি বিশ্বাস
----------
কবেকার কালোমেঘ নিজেরই বক্ষ চিরে ঝরেছি একদা
ওরাও মেতেছে স্নানে স্বভাব-উল্লাস,
ক্ষরণ থামার আগে ধুয়েও নিয়েছে অনিচ্ছুক বসন-বাসন
এখন নিঃশেষ আমি দূরকোণে রক্তশূন্য ম্লান সাদামেঘ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন