শুক্রবার, ১ জুলাই, ২০১৬

অণুকবিতাগুচ্ছ ~ { সীমা ব্যানার্জ্জী-রায় , হিল্লোল রায় , হরেকৃষ্ণ দে , বৃষ্টি বসু পাল , সুদীপ্তা নাথ }

অকারণে - 
---------
বাইরে বৃষ্টি, ঝড়ের ঝাপটা
তোমার মুখের পোর্ট্রেট 
আমাকে করেছে উৎসুক-



ইন্দ্রিয়ানুভুতি - হিল্লোল রায় 
-------------
ভালোবাসি পোর্ট্রেট
খুঁজি তাই ফ্রেম
দুজনের ভালোবাসা
ধরে থাকে প্রেম



অনুভব - হরেকৃষ্ণ দে 
-------
হৃদয় ছুঁয়ে অগোছালো মনে
এঁকে দিলাম কল্পনার তেলরঙে
অনুভবের পোর্ট্রেট.


রাত জোনাকি - বৃষ্টি বসু পাল
--------------
প্রতি রাতে চুপিসাড়ে নেমে আসে 
শিরায় শিরায় উল্লাস নেশা কুড়োয়
আলো ফুটলেই স্থবির পোর্ট্রেট
ফ্রেম বন্দি বাসি ফুলের ঘ্রাণ



অবশেষের খোলাচিঠি - সুদীপ্তা নাথ 
----------------------
প্রিয় প্রাক্তন,
অনভিপ্রেত অতীতের কালশিটে মুছে আগামীর শুভেচ্ছা নিতে ভুলোনা




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...