শুক্রবার, ১ জুলাই, ২০১৬

ধ্বংস অথবা রূপান্তর ~ রিক্তা চক্রবর্তী

ফিরে আসার কোনও পথ নেই
:
এই যে চেয়ে থাকা
নিভৃতে ছুঁয়ে দেওয়া দূরগামী মেঘ
:
মোহময় জ্যোৎস্নাতে ঢেকে দেওয়া
স্মৃতিদাগ, ক্ষতস্হান ঘর-বাড়ি দুরগামী হাওয়া পালক
:
ফিরে আসার সত্যিই কোনও পথ নেই
:
বৃষ্টিবাদল স্পর্শ-কাতর নদীর মতো বাঁকে
ভাঙচুর,বিষাদ, দুর্যোগ আর অতীত পেরিয়ে হেঁটে যাই
:
এখন বিশ্বাস হয় এই মহাকাশেরও ক্লান্তি আছে
শহরের খাঁজে খাঁজে কত আলো-জ্বলা পথ
:
বেকসুর বিশ্বাসে আজও ফেরি করে শিকড়ের সংলাপ
অশরীরী প্রেম ঘুমের দরজা ঠেলে এভাবেই স্পষ্টতর হয়ধ্বংস অথবা রূপান্তর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...