শুক্রবার, ১ জুলাই, ২০১৬

সেই নদীটা ~ শ্রীলেখা মুখার্জ্জী

দেখা হয়েছিলো
প্রায় তিরিশ বছর আগে,
আবেগে টলটল বেগবতীর নাম ইছামতী 
বানভাসি হয়েছিলো একুশের মেয়েবেলা
সংগোপনে.. উচ্ছ্বল উজানে

নদীর কানেকানে
কথা দিয়েছিলো নিভৃত আবিষ্টক্ষণ,
"আবার দেখা হবে"
তারপর অনুভবের মঞ্চে
দিনগুলোর হেলাফেলায় যবনিকা পতন ....

মাঝেমাঝে
ছোটছোট ঢেউ-কাঁপা জলছবি,
তালাচাবি খোলে জঙ-ধরা মনকেমনেরও
এখনও তো বুকের ভেতর..
কলকল ছলছল
অবিকল উদ্দাম একুশের পাড়ভাঙার আওয়াজ

এখনও সাঁঝবেলা-মন
ডিঙি নৌকায় ভেসে যায়,
জলের আঙুল আলগোছে ছুঁয়ে দুর্নিবার
এপার-ওপার বাংলার বুক চিরে,
হৃদয়পুরে ইছামতী ডাক দেয়.....
ফিরে আয় ----

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...