বুধবার, ১ জুন, ২০১৬

সম্পাদিকার ডেস্ক থেকে

 সত্তর দশকের শুরু । 
সমাজবিজ্ঞানী ড্যানিয়েল বেল (Danial Bell) এবং আলা তুরে (Alain Tauraine) নতুন এক যুক্তি  স্দেথাপন করেন । তাঁরা জানান , মানুষের ইতিহাসে এক নতুন সমাজ সৃষ্টি হয়েছে। যাকে উত্তর শিল্প সমাজ হিসেবে অভিহিত করা হয়। উত্তর শিল্প সমাজের ভিত্তি হচ্ছে তথ্য ও জ্ঞান। এই সমাজে প্রস্তুত শিল্পের অবক্ষয় ঘটে। মূলধনের মালিক বা শিল্পপতিদের স্থান অধিকার করে নেয় পেশাভিত্তিক ব্যবস্থাপক এবং এই  ধারাবাহিকতায় শিক্ষার বিস্তার ঘটে। এভাবেই ক্রমশ উত্তর শিল্পযুগের ধারণা থেকে তৈরী হয় উত্তরাধিকতার ধারণা। অনেক সমাজবিজ্ঞানী মনে করেন- আমরা নতুন এক যুগে প্রবেশ করেছি, যাকে উত্তর আধুনিক যুগ বা   Post modern age বলা যায়।
উত্তর আধুনিকতা বা পোস্ট মডার্ন ইজমের ধারণাটি কখনো স্থির নয়, কোনো যুক্তির ঐক্যতে স্বীকার করাও পোস্টমডার্ন ইজমের কাজ নয়। একই ঐক্যের দিকে সম ধারায় সম্মিলন পোস্ট মর্ডার্ননিজমে ব্যক্তির ইচ্ছা, স্বাধীনতা, ঐতিহ্য, বিচার ক্ষমতা, সার্বজনীনতা, আন্তর্জাতিকতা এবং মূল্যবোধ একই অবস্থান থেকে অক্ষুন্ন থাকে। পোস্টমডার্ন ইজম কোনো সীমাবদ্ধতাকে স্বীকার করে না। পোস্টমডার্ন ইজম প্রতিটি ভাবনার মধ্যে বৈচিত্র্যের মালা পড়িয়ে দেয়া আর প্রতিটি চিন্তার মধ্যে এনে দেয়া অভিনবত্বের ছোঁয়া। এর প্রতিটি দর্শন অসীমের প্রান্তপর্যন্ত প্রসারিত। এটি সময় বিভাজনে বিশ্বাসী নয় আবার সময়ের স্তর পেরিয়ে ও এর যাত্রা শুরু হয় না। ধারণাটি অবশ্যই  প্রয়োগিক এবং বৈচিত্র্য সন্ধানী। 
তাহলে ইদানিং কালে বহু ব্যবহৃত ও বহুচর্চিত উত্তর আধুনিক বা পুনরাধুনিক কবিতা ঠিক কেমন ? 
পোস্টমর্ডান কবিতায় যুক্তি কাঠামো অনুক্রম অনুপস্থিত থাকবে। কবিতাটি close ended  অথবা Open ended যেমনই হোক না কেন  , কবিতাটি শেষ হলেও মনে হবে তা শেষ হয়নি, অর্থাৎ একটা never ending সুর থাকবে । পোস্টমর্ডান কবিতা বহুরৈখিক, বহুকৌণিক, বহুত্ববাদী ও বিদিশাময়। এর যে কোনো দিকে ছড়িয়ে পড়ার অভিমুখ খোলা থাকে। 
ঠিক এইখানে একটা কথা বলবার আছে। আমরা বলবো যে আমাদের মাঝেই কোনো কোনো মানুষের সেই ক্ষমতা থাকে যারা একক জীবনের ধাক্কায় জন্ম নেয়া ক্রিয়া-প্রতিক্রিয়াকে মানুষের মুখের কথায় লিখে রেখে যেতে পারেন, তাঁদেরই আমরা 'কবি' আখ্যা দিই । কবি হলেন আনন্দময় নৈরাশ্যবাদী অর্থাৎ an ecstatic pessimist , বিশাল এই ভূখণ্ড টায় যা যা বিরাজ করছে তার প্রতি অদ্ভুত সচেতনতা এবং দুঃখবোধ , দুঃখবোধ কারণ কবি রা যা দেখতে চান আদতে বাস্তবটা তেমন নয় আর তাই যন্ত্রণা তাই কষ্ট তাই নৈরাশ্য। কিন্তু who is a poet? এর উত্তরটা পাওয়া গেল কি ? A poet is one who writes verses/ and theone who doesnt write verses/ a poet is one who throws off fetters/and one who puts fetters on himself/herself/ a poet is one who believes/ and one who doesnt believe.... অর্থাৎ ইতি ও নেতি র দ্বন্দ্বে প্রতিনিয়ত যিনি খণ্ডিত হন তিনিই কবি । a poet is one who tries to leave / and one who cannot leave.. কবি র কাজ সময় কে মুহূর্তে বেঁধে রাখেন a poet is one who knows how to froze time ..কবি তিনিই যিনি স্মৃতি বেদনা কে শৃঙ্খলা রক্ষার ভার দেন না কোনোমতেই , তিনি জানেন it cannot exist yet it exists..আসলে নির্মাণ আর ভাঙনের মধ্যে দিয়ে যেমন চলে জীবন , তেমনই প্রতিবাদ জন্ত্রনা আর তীব্র দীপ্তি র উজ্জল্যে প্রতিমুহূর্তে নির্মিত হন কবি !
মুঠো ভরা রোদ্দুর 'র এবারের সংখ্যায় রয়েছে একাধিক কবিতা , চিঠি , ফিচার এবং অণুগল্প , প্রতিটিই আঙ্গিক , শব্দ এবং বাক্যের অনায়াস মাধুকরী তে অনন্য । পাঠকরা সঙ্গে থাকুন এবং ভাল থাকুন  । 

শুভেচ্ছান্তে , 
পিয়ালী বসু 



২টি মন্তব্য:

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...